Showing posts with label আমার দেশ. Show all posts
Showing posts with label আমার দেশ. Show all posts

বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট এ যোগদিন ২০২০

বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট এ যোগদিন ২০২০


বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করুন।
https://joinairforce.baf.mil.bd/apply এ ক্লিক করুন।     

‘লুকিয়ে কিছু খেলেও রোজা ভাঙ্গে না’

‘লুকিয়ে কিছু খেলেও রোজা ভাঙ্গে না’


‘লুকিয়ে কিছু খেলেও রোজা ভাঙ্গে না’


রোজা রাখা নিয়ে সাধারণ মানুষদের মতোই, তারকাদেরও রয়েছে মজার কিছু স্মৃতি। গ্লিটজ-এর পাঠকদের জন্য আজ সেরকমই এক মজার স্মৃতি ভাগাভাগি করে নিয়েছেন মডেল এবং অভিনেত্রী পিয়া বিপাশা।

শৈশবে রোজা রাখার প্রবল ইচ্ছে নিয়ে ভোররাতে উঠে সবার সঙ্গে সেহেরি খেতেন পিয়া। কিন্তু মায়ের আদরের কারনে সকালের ঘুম থেকে উঠেই নাস্তা করতে হত তাকে।

সেই দিনগুলোর কথা মনে করে তিনি বলেন, “আমার বয়স যখন সাত কিংবা আট হবে সেই সময়টায় আম্মু আমাকে কখনোই রোজা রাখতে দিত না। আমি যতই জেদ করতাম কিন্তু কোন কাজই হতো না। ভোররাতে তাদের সাথে সেহেরি করলেও সকালে ঘুম থেকে উঠার পরেই আম্মু আমাকে সকালের নাস্তা করাতো।”

মায়ের আদরের কথা মনে করে তিনি আরও বলেন, “আম্মু সবসময় বলতো অন্ধকারে কিছু খেলে, লুকিয়ে কিছু খেলেও রোজা ভাঙে না!”

তবে বড় হবার পরই সবকিছু গেল পাল্টে!

পিয়ার ভঅষ্যে, “আমার যতদূর মনে পড়ে আমি যখন তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণিতে পড়ি ঠিক তখন থেকেই বড়দের মতো প্রথম বড় রোজা রাখা শুরু করি। রোজা রাখার পরে দিনের বেলায় দুপুরে যখনই খিদে পেতো তখন খেতে চাইলেই তিনি বলতেন, ছোটবেলায় খেয়েছো কিন্তু এখন মোটেও খেতে পারবে না!”
বড় হলে গেলেও এখনো নাকি রোজার সময় ভুলে খেয়ে ফেলেন পিয়া! 


হাসতে হাসতে তিনি বললেন, “এখন তো আর ছোট নই। যথেষ্ট বড় হয়ে গেছি। কিন্তু এখনও রোজার সময় প্রথম দশ-বারো দিন রোজার সময় নিজের অজান্তেই ভুলে পানি পান করে ফেলি! কিন্তু যখনই মনে হয় আরে আমি তো রোজা তখনই মুখ থেকে পানি ফেলে দেই।”

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়্যার শুরু করলেও ২০১২ সালের একটি সুন্দরী প্রতিযোগীতার মাধ্যমে আলোচনায় আসেন পিয়া বিপাশা। এরপর বিভিন্ন বিজ্ঞাপনে মডেলিং করলেও একটি বেসরকারী মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তাকে এনে দেয় তারকাখ্যাতি।

মডেলিং ছাড়াও টিভি নাটকের নিয়মিত মুখ হয়ে ওঠেন পিয়া। এছাড়াও অভিনয় করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে।

২০১৬ সালে সায়েম জাফর ইমামীর ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষিক্ত হন পিয়া বিপাশা। সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক এবিএম সুমন।

আমার প্রিয় মুখ ( মঞ্জুর সাগর )

আমার প্রিয় মুখ ( মঞ্জুর সাগর )
আমার প্রিয় মুখ ( মঞ্জুর সাগর )

আমার প্রিয় মুখ ( মঞ্জুর সাগর )

মঞ্জুর সাগর আমাড় প্রিয় একটি মানুষ। এই ছোটো জীবনে অনেক মানুষকেই তো দেখলাম কিন্তু আমি নিজেও জানিনা কেন যে এই মানুষটার প্রেমে পড়ে গেলাম? আসলে প্রেমে পড়েছি তাঁর রূপের না তাঁর গুণের।
বিশ্বাস হচ্ছে না তো?? তাহলে একটু বলি......  

আমার প্রিয় মুখ ( মঞ্জুর সাগর )

   ছাত্র জীবনে কনসার্ট দেখার প্রতি ছিল খুব বেশি নেশা। প্রথম  যেদিন  এই মানুষটাকে দেখলাম বুঝতেই পারি নাই, সাংকৃতি অঙ্গনের মানুষ এতটা ভালো হতে  পারেন।  নিচের ছবি গুলোই তাঁর স্বাক্ষী দেয়। লক্ষ্য করুন--- প্রকৃতির সবুজ কে সেই ব্যক্তি ভালবাসে যার মন উদার।
আমার প্রিয় মুখ ( মঞ্জুর সাগর )

প্রোগ্রাম যেখানেই থাক না কেন... সেখানে যদি থাকে সাগর ভাই তাহলে আর স্পিকার নিয়ে চিন্তা কীসের?
  দেখুন সাদামাটা একটি মানুষ। মনে পড়ে গেলো ওস্তাদ আব্দুল আলিমের সেই ভাটিয়ালী গান...... ওরে নীল দরিয়া ও তুই দেরে পাল উড়াইয়া......
আমার প্রিয় মুখ ( মঞ্জুর সাগর )

বাংলা ছিনেমার নায়ক মান্না ভাই নেই... তো কি হোয়েছে ? আছেন আমাদের সাগর ভাই...  মান্না ভাইয়ের সেই কণ্ঠ সূর  হুবহু শুনতে পাই  আমরা তাঁর কাছ  থেকে......

আমার প্রিয় মুখ ( মঞ্জুর সাগর )
ছবিটি দেখে কি বুঝতেছেন?  প্রকৃতির মায়ায় যে হারিয়ে গেছেন...... সেই মানুষটি কি খারাপ হতে পারেন???

আমার প্রিয় মুখ ( মঞ্জুর সাগর )

 কি বলেছিলাম না?????  হ্যাঁ এটাই আমাদের সাগর ভাই। আর এটাই তাঁর বৈশিষ্ট্য। মানুষ কে ভালবাসা।।

আমার প্রিয় মুখ ( মঞ্জুর সাগর )
প্রথমেই বলেছি কনসার্ট এ প্রথম দেখেছি তাকে। দেখুন ছোটো ভাইয়েরা কেমন পাগোল পাড়া তাকে পেয়ে...
জুনাঈদ আহম্মেদ পলক ভাই (মন্ত্রী) সাগর ভাই কে খুব ভালবাসেন।

 এত এত বৈশিষ্ট্য যার মাঝে সেতো পুরষ্কার পাবেই,  এটাই  স্বাভাবিক। 
আমার প্রিয় মুখ ( মঞ্জুর সাগর )
 আমীন খানের সাথেও তিনি...।
এত কিছুর মাঝেও কষ্ট আছে কিছু না পাওয়ার। মীড়াক্কেলে যেদিন বাদ পরেন আমিও কেঁদেছি সেদিন, কিন্তু কেন তাও জানিনা। হয়তবা খুব বেশি ভালবাসি তাকে তাই। মীড়াক্কেলের পিকচার টি আমার কাছে নেই তাই দিতে পারলাম না...। সবাই সাগর ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়। হয়তবা তাঁর মতো লিখার ভাষা আমার জানা নেই তাই ভূল হলে মার্জনা করবেন।। ইতি --- মোঃ জুয়েল পিকে


নাটোরের কারখানার জন্য অগাস্ট পর্যন্ত আম কিনতে চায় প্রাণ.

নাটোরের কারখানার জন্য অগাস্ট পর্যন্ত আম কিনতে চায় প্রাণ.

নাটোরের কারখানার জন্য অগাস্ট পর্যন্ত আম কিনতে চায় প্রাণ.

নাটোরের কারখানার জন্য অগাস্ট পর্যন্ত আম কিনতে চায় প্রাণ.

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের এক মিলনায়তনে ‘আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রাণের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা জানান নাটোরে অবস্থিত প্রাণ এগ্রো লিমিটেড কারখানার উপ-মহাব্যবস্থাপক হযরত আলী।

তিনি বলেন, শত বাধা উপেক্ষা করে প্রাণ ২০০০ সালে নাটোরে ‘প্রাণ এগ্রো লিমিটেড’ কারখানা গড়ে তোলে। কারখানায় প্রায় ছয় হাজার লোকের কর্মসংস্থান হয়েছে, যাদের ৯০ শতাংশই নারী।

প্রতিবারের মতো প্রাণ এবারও আম সংগ্রহ করছে জানিয়ে হযরত আলী বলেন, গত ২৪ মে আম সংগ্রহ শুরু হয়েছে। প্রাপ্তি সাপেক্ষে অগাস্ট মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে।

কোম্পানিটির উদ্যোগে নাটোরে সান হেলথ কেয়ার নামে ৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার কাজ চলছে বলে অনুষ্ঠানে জানান প্রাণ এগ্রো লিমিটেডের এই কর্মকর্তা।

সভায় অন্যদের মধ্যে প্রাণ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল কাদের ও উপ-সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) হাশেম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্রেতার আশায় মুখিয়ে ঈদ বাজার

ক্রেতার আশায় মুখিয়ে ঈদ বাজার

ক্রেতার আশায় মুখিয়ে ঈদ বাজার 

ক্রেতার আশায় মুখিয়ে ঈদ বাজার

ক্রেতার আশায় মুখিয়ে ঈদ বাজার


“কাস্টমারই তেমন আসেনি। বেশি দাম চাইবো কার কাছে? দাম চাইলে সোজা অন্য দোকানে চলে যায়। ভিড় বাড়লে দাম চাওয়া যায়।”

ঈদে কম বয়সী মেয়েদের কাছে থ্রি-পিস, ফতুয়ার যেমন কদর মধ্য বয়সীদের কাছে তেমনই কদর শাড়ির।

তবে এবার শাড়ির দোকানিরাও বসে আছেন ঈদের ক্রেতাদের মুখ দেখার অপেক্ষায়।

ইস্টার্ন মল্লিকার টাঙ্গাইল তাঁতঘরের ব্যবস্থাপক আবদুছ ছবুর বলেন, সাধারণত ৪-৫ রোজা থেকে ঈদের বেচাকেনা শুরু হয়। এবার এখনও তেমন দেখছি না। আজ তো শুক্রবার, সন্ধ্যা নাগাদ বাড়তে পারে।

“টাঙ্গাইলের তাঁতের শাড়ি, দেশীয় প্রিন্ট শাড়ি পাওয়া যায় আমাদের দোকানে। এগুলোর দাম ৩৫০ থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত।”