ক্রেতার আশায় মুখিয়ে ঈদ বাজার

ক্রেতার আশায় মুখিয়ে ঈদ বাজার 

ক্রেতার আশায় মুখিয়ে ঈদ বাজার

ক্রেতার আশায় মুখিয়ে ঈদ বাজার


“কাস্টমারই তেমন আসেনি। বেশি দাম চাইবো কার কাছে? দাম চাইলে সোজা অন্য দোকানে চলে যায়। ভিড় বাড়লে দাম চাওয়া যায়।”

ঈদে কম বয়সী মেয়েদের কাছে থ্রি-পিস, ফতুয়ার যেমন কদর মধ্য বয়সীদের কাছে তেমনই কদর শাড়ির।

তবে এবার শাড়ির দোকানিরাও বসে আছেন ঈদের ক্রেতাদের মুখ দেখার অপেক্ষায়।

ইস্টার্ন মল্লিকার টাঙ্গাইল তাঁতঘরের ব্যবস্থাপক আবদুছ ছবুর বলেন, সাধারণত ৪-৫ রোজা থেকে ঈদের বেচাকেনা শুরু হয়। এবার এখনও তেমন দেখছি না। আজ তো শুক্রবার, সন্ধ্যা নাগাদ বাড়তে পারে।

“টাঙ্গাইলের তাঁতের শাড়ি, দেশীয় প্রিন্ট শাড়ি পাওয়া যায় আমাদের দোকানে। এগুলোর দাম ৩৫০ থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত।”

শেয়ার করুন

লেখকঃ

I am in.

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট