নাটোরের কারখানার জন্য অগাস্ট পর্যন্ত আম কিনতে চায় প্রাণ.
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের এক মিলনায়তনে ‘আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রাণের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা জানান নাটোরে অবস্থিত প্রাণ এগ্রো লিমিটেড কারখানার উপ-মহাব্যবস্থাপক হযরত আলী।
তিনি বলেন, শত বাধা উপেক্ষা করে প্রাণ ২০০০ সালে নাটোরে ‘প্রাণ এগ্রো লিমিটেড’ কারখানা গড়ে তোলে। কারখানায় প্রায় ছয় হাজার লোকের কর্মসংস্থান হয়েছে, যাদের ৯০ শতাংশই নারী।
প্রতিবারের মতো প্রাণ এবারও আম সংগ্রহ করছে জানিয়ে হযরত আলী বলেন, গত ২৪ মে আম সংগ্রহ শুরু হয়েছে। প্রাপ্তি সাপেক্ষে অগাস্ট মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে।
কোম্পানিটির উদ্যোগে নাটোরে সান হেলথ কেয়ার নামে ৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার কাজ চলছে বলে অনুষ্ঠানে জানান প্রাণ এগ্রো লিমিটেডের এই কর্মকর্তা।
সভায় অন্যদের মধ্যে প্রাণ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল কাদের ও উপ-সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) হাশেম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।