Showing posts with label খেলা. Show all posts
Showing posts with label খেলা. Show all posts
PTV Sports Live
সাউন্ড শুনতে ক্লিক করুন Click to unmute stream
PTV Sports _
সাউন্ড শুনতে ক্লিক করুন Click to unmute stream
CRICKET LIVE: Afghanistan Vs Ireland | 1st ODI | Sharjah | 7th March 2024 | ACB
CRICKET LIVE: Afghanistan Vs Ireland | 1st ODI | Sharjah | 7th March 2024 | BCB
LIVE HERE
#LiveCricket #Afghanistan #ireland
CRICKET LIVE: Afghanistan Vs Ireland | 1st ODI | Sharjah | 7th March 2024 | ACB #LiveCricket #Afghanistan #ireland Welcome to the Official YouTube Channel of the Afghanistan Cricket Board - the sole Governing Body for cricket in Afghanistan. 🇦🇫🏏 Welcome to the Official YouTube Channel of the Afghanistan Cricket Board - the sole Governing Body for cricket in Afghanistan. 🇦🇫🏏 #AfghanAtalan Subscribe to Afghanistan Cricket Board's YouTube Channel for exclusive players' and officials' interviews, real-time match content and match highlights, training sessions, press conferences, domestic cricket content, and more: #AfghanAtalan | #FutureStars | #ACB | #Afghanistan
CRICKET LIVE: Afghanistan Vs Ireland | 1st ODI | Sharjah | 7th March 2024 | ACB #LiveCricket #Afghanistan #ireland Welcome to the Official YouTube Channel of the Afghanistan Cricket Board - the sole Governing Body for cricket in Afghanistan. 🇦🇫🏏 Welcome to the Official YouTube Channel of the Afghanistan Cricket Board - the sole Governing Body for cricket in Afghanistan. 🇦🇫🏏 #AfghanAtalan Subscribe to Afghanistan Cricket Board's YouTube Channel for exclusive players' and officials' interviews, real-time match content and match highlights, training sessions, press conferences, domestic cricket content, and more: #AfghanAtalan | #FutureStars | #ACB | #Afghanistan
afghanistan vs ireland in uae 2024,afghanistan vs ireland live match today,afghanistan vs ireland live,afghanistan vs ireland 1st odi live match,afghanistan vs ireland 1st odi,afghanistan vs ireland 1st odi live,ireland vs afghanistan match,cricket live,cricket highlights,cricket match,cricket video,cricket,live cricket,live cricket match today,acb,afghanistan live,cricket news,cricket match live,afg vs ire,کرکت افغانستان زنده امروز
Live Cricket

https://www.facebook.com/share/v/Y1JwbAmYLQZzDBXf/?mibextid=SphRi8
Welcome to Cricket Live Ads
Here you can watch live cricket ads and stay updated with the latest offers!
Welcome to Cricket Live Ads
Here you can watch live cricket ads and stay updated with the latest offers!
Your Blogger Post Heading
Your text content here...
More content if needed...
অভিষেকেই রাহুলের রেকর্ড, হেসেখেলে জিতল ভারত
অভিষেকেই রাহুলের রেকর্ড, হেসেখেলে জিতল ভারত
এবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ছক্কা মারার জন্য বেশ খ্যাতি কুড়িয়েছেন। লোকেশ রাহুলের ছক্কা মারার ক্ষমতাটা দেখা গেল আজও। ভারতের ইনিংসের শেষ দিকে এসে সমীকরণটা ছিল এমন, জয়ের জন্য দরকার ২ রান, তাঁর সেঞ্চুরি হতে ৬। ভারতের জার্সিতে অভিষেক ম্যাচে প্রথম সেঞ্চুরির রেকর্ডটা কী দুর্দান্তভাবেই না গড়লেন রাহুল! হ্যামিল্টন মাসাকাদজার বলটাকে উড়িয়ে মারলেন গ্যালারিতে। ছক্কা! ১১৫ বলের ইনিংসে প্রথম ছক্কা, তাতেই প্রথম ভারতীয় হিসেবে অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৯ উইকেটের জয় এনে দিয়েই মাঠ ছাড়লেন রাহুল।
সেঞ্চুরির জন্য দ্বিতীয় উইকেট জুটির সঙ্গী আম্বাতি রায়ডুকে বড় একটা ধন্যবাদ নিশ্চয়ই দেবেন রাহুল। একটা সময় সমীকরণটা ছিল, ভারতের দরকার ২০, রাহুলের সেঞ্চুরি পেতেও তা-ই। ৬২ রানে অপরাজিত রায়ডু ওই সময়ে স্ট্রাইক পেয়েও কোনো রান নেননি বলেই তো রাহুলের সেঞ্চুরিটা হলো। এই দুজনের ১৬২ রানের দ্বিতীয় উইকেট জুটিই ভারতকে এনে দিল বড় জয়।
অবশ্য ভারত যে হেসেখেলেই জিততে যাচ্ছে, সেটি জিম্বাবুয়ে ইনিংসের পরই নিশ্চিত হয়ে গিয়েছিল। টস জিতে মাসাকাদজা-চিবাবাদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু বারিন্দর স্রানের রহস্য, সঙ্গে জসপ্রিত বুমরাহ ও ধাওয়াল কুলকার্নির সুইংয়ের সঙ্গে পেরে উঠল না জিম্বাবুয়ে। একদিকে উইকেট পড়েছে, রানের গতিও তাই অস্বাভাবিক রকম ধীর। প্রথম ৩০ ওভারেও জিম্বাবুয়ের রান হলো মাত্র ৯১, উইকেটও পড়ে গেছে। গত দশ বছরে ওয়ানডেতে প্রথম ৩০ ওভারে এর চেয়ে কম রান দেয়নি ভারত। তবু শেষ পর্যন্ত জিম্বাবুয়ে ১৬৮ রান করতে পেরেছে এলটন চিগুম্বুরার ৬৫ বলে ৪১ রানের ইনিংসটার সৌজন্যে।
এই ম্যাচটা হয়তো চোখে আঙুল দিয়ে ভারত ও জিম্বাবুয়ের ক্রিকেট সামর্থ্যের ব্যবধানটা বুঝিয়ে দিল। ভারতীয় দলকেই দেখুন। মহেন্দ্র সিং ধোনি ওয়ানডে খেলেছেন ২৭৫টি। জিম্বাবুয়ের বিপক্ষে আজ ভারতীয় দলে বাকি যে দশ খেলোয়াড় ছিলেন, তাঁদের মিলিত ওয়ানডে-অভিজ্ঞতাও ধোনির চেয়ে ২০২ ম্যাচ কম। দশ খেলোয়াড় মিলে ওয়ানডে খেলেছেন ৭৩টি, অভিষেকই হলো তিনজনের।
প্রায় আনকোরা দল, তবে মাঠে সেটি আর বুঝতে দিল কই ভারত! পূর্ণশক্তির জিম্বাবুয়েকে তারা হারাল একেবারে হেসেখেলেই।
মেসির হ্যাটট্রিকে শেষ আটে আর্জেন্টিনা
মেসির হ্যাটট্রিকে শেষ আটে আর্জেন্টিনা
বদলি হিসেবে আধ ঘণ্টার জন্য মাঠে নামলেন লিওনেল মেসি। এর মধ্যেই দেখালেন তার পায়ের জাদু। বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডের হ্যাটট্রিকে পানামাকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে হওয়া ম্যাচের শেষ আধ ঘণ্টায় মেসির হ্যাটট্রিকের আগে প্রথমার্ধের শুরুর দিকেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি। শেষ গোলটি করেন বদলি হিসেবে নামা সের্হিও আগুয়েরো।
প্তম মিনিটে আনহেল দি মারিয়ার ফ্রি-কিকে সামনে লাফিয়ে হেড করে বল জালে পাঠান ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ওতামেন্দি। সাইড লাইনে বসে থাকা মেসির হাতে তখন তালি আর দাড়ি গজিয়ে যাওয়া মুখে হাসি।
2৯তম মিনিটে পানামা গোলটি প্রায় শোধ করে ফেলেছিল। কর্নারের বিনিময়ে গোলের প্রচেষ্টা ঠেকান গোলরক্ষক সের্হিও রোমেরো।
ম্যাচের আধ ঘণ্টা পার হওয়ার পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে আনিবাল গদোয় মাঠ ছাড়লে আর্জেন্টিনাকে রোখা আরও কঠিন হয়ে পড়ে পানামার জন্য।
৫৪তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে গনসালো হিগুয়াইনের শট নেওয়ার মুহূর্তে শুয়ে পড়ে বিপদমুক্ত করেন মিলার।
ম্যাচের আয়ু এক ঘণ্টা পার হওয়ার পর সোলজার ফিল্ড স্টেডিয়ামে তুমল হর্ষধ্বনির মধ্য দিয়ে কোপা আমেরিকার এই আসরে প্রথমবার মাঠে নামেন মেসি। গোল পেতে দেরি হয়নি চোট থেকে সেরে ওঠা এই তারকার।
৬৮তম মিনিট পানামার ডিফেন্ডারদের ভুলে ডি-বক্সে বল পেয়ে গোলের খাতা খোলেন মেসি। পানামার এক খেলোয়াড়ের শট হিগুয়াইনের গায়ে লেগে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মেসির কাছে এসেছিল।মেসির প্রথম গোলটি যদি খুব সহজে পাওয়া হয় তবে দ্বিতীয় গোলটি এক কথায় অসাধারণ। ৭৮তম মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো ফ্রি-কিকে ডান পাশের ওপরের কোনা দিয়ে বল জালে পাঠান মেসি। কিছুই করার ছিল না গোলরক্ষকের।
আর ৮৭তম মিনিটে ডি-বক্সে এক খেলোয়াড়কে কাটিয়ে দুই জনের মধ্য দিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান আর্জেন্টিনা অধিনায়ক। ভুল পাসে বল পেয়ে ডি-বক্সে মেসিকে বাড়িয়েছিলেন ডিফেন্ডার মার্কাস রোহো।
দুই মিনিট পর ব্যবধান ৫-০ করেন হিগুয়াইনের বদলি হিসেবে নামা ফরোয়ার্ড আগুয়েরো। গোলটির সূচনা মেসির পা থেকেই। ডি-বক্সে পাঁচ বারের বর্ষসেরা ফুটবলারের লম্বা পাস থেকে রোহোর হেডে বল আসে আগুয়েরোর কাছে। ম্যানচেস্টার সিটির এই ফুটবলারের জোরালো হেড ঠেকাতে পারেননি গোলরক্ষক পেনেদো।
‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিলিকে ২-১ গোলে হারানো আর্জেন্টিনার পয়েন্ট ৬। সিয়াটলে বাংলাদেশ সময়ে আগামী বুধবার সকাল আটটায় গ্রুপের শেষ ম্যাচে গতবারের রানার্সআপের প্রতিপক্ষ এরই মধ্যে বিদায় নিশ্চিত হওয়া বলিভিয়া।
ফক্সবরোতে ‘ডি’ গ্রুপের আগের ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করেছে চিলি।
শেষ মুহূর্তে পেনাল্টি থেকে আর্তুরো ভিদালের গোলে জয় ছিনিয়ে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের একাদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বায়ার্ন মিউনিখের এই ফুটবলার! সহকারী রেফারি হ্যান্ডবলের সংকেত দিয়েছিলেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে চিলিকে এগিয়ে গিয়েছিলেন ভিদালই। ৬১তম মিনিটে সমতা ফেরান বলিভিয়ার কাম্পোস।
এই জয়ে প্রথম ম্যাচে বলিভিয়াকে হারানো পানামার সমান ৩ পয়েন্ট হলো চিলির। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় বুধবার সকাল ছয়টার পানামার সঙ্গে ড্র করলেই শেষ আটে আর্জেন্টিনার সঙ্গী হবে চিলি।
সাকিবের বাসায় ক্রিকেটারদের মিলন মেলা
সাকিবের বাসায় ক্রিকেটারদের মিলন মেলা-
আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কারণে ব্যস্ত সময় কাটছে জাতীয় দলের ক্রিকেটারদের। তাই খানিকটা অবসর পেলে তা যে ছেড়ে দেবেন না, তা সহজেই অনুমেয়। আর সবাই মিলে সেই অবসর যদি হয় সাকিব আল হাসানের বাড়িতে, তাহলে তো সোনায় সোহাগা।
রোববার রাতে সাকিবের বাসায় বসেছিল ক্রিকেট তারকাদের মেলা। সাবেক ও বর্তমান মিলে এক আনন্দঘন পরিবেশ। চলেছে আড্ডা, ছবি ও সেলফি তোলা।
তাসকিন আহমেদ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোববার রাতের কিছু সেলফি ও ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘দারুন সময় কাটছে সাকিব আল হাসান ভাইয়ার বাসায়’
সাবেকদের মধ্যে উপস্থিত ছিলেন জাবেদ ওমর বেলিম, আকরাম খান, আতহার আলী, হাবিবুল বাসার সুমন ও নাইমুর রহমান দুর্জয়। নতুনদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, নাসির হোসেন, এনামুল হক বিজয়, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকারসহ আরো অনেকে।
মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি
মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লিগে মুস্তাফিজুর রহমানকে খেলার অনুমতি দেওয়া হবে কি না তা এখনো সিদ্ধান্ত হয়নি। আইপিএল থেকে ফিরে আসার পর তাঁর ফিটনেস যে খুব একটা ভালো পর্যায়ে রয়েছে, তাও নয়। পরিষ্কার করে না বললেও বিসিবি এখন এই বাঁহাতি পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না।কারণ আইপিএল চলাকালেই মুস্তাফিজ পায়ে চোট পেয়েছেন। তাঁর হ্যামস্ট্রিংয়ের এই চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি।
রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘মুস্তাফিজ কাউন্টি লিগে খেললে তাঁর জন্য এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে। তাঁর অভিজ্ঞতা দলের জন্যও কাজে আসবে। কিন্তু তাঁর ফিটনেস খুব একটা ভালো পর্যায়ে নেই। তাই আমরা তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাই না।’
তবে মুস্তাফিজের অবস্থান উন্নতি হলে কাউন্টি লিগে খেলতে যেতেও পারে বলে মনে করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমরা তাঁকে কাউন্টি লিগে খেলতে দেওয়ার বিপক্ষে নই। আমরা দেখব, যদি সে খেলার মতো ফিট থাকে, তাহলে তাঁকে খেলার অনুমতি দেওয়া হবে।’
মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি
মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লিগে মুস্তাফিজুর রহমানকে খেলার অনুমতি দেওয়া হবে কি না তা এখনো সিদ্ধান্ত হয়নি। আইপিএল থেকে ফিরে আসার পর তাঁর ফিটনেস যে খুব একটা ভালো পর্যায়ে রয়েছে, তাও নয়। পরিষ্কার করে না বললেও বিসিবি এখন এই বাঁহাতি পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না।
কারণ আইপিএল চলাকালেই মুস্তাফিজ পায়ে চোট পেয়েছেন। তাঁর হ্যামস্ট্রিংয়ের এই চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি।
রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘মুস্তাফিজ কাউন্টি লিগে খেললে তাঁর জন্য এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে। তাঁর অভিজ্ঞতা দলের জন্যও কাজে আসবে। কিন্তু তাঁর ফিটনেস খুব একটা ভালো পর্যায়ে নেই। তাই আমরা তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাই না।’
তবে মুস্তাফিজের অবস্থান উন্নতি হলে কাউন্টি লিগে খেলতে যেতেও পারে বলে মনে করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমরা তাঁকে কাউন্টি লিগে খেলতে দেওয়ার বিপক্ষে নই। আমরা দেখব, যদি সে খেলার মতো ফিট থাকে, তাহলে তাঁকে খেলার অনুমতি দেওয়া হবে।’
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লিগে মুস্তাফিজুর রহমানকে খেলার অনুমতি দেওয়া হবে কি না তা এখনো সিদ্ধান্ত হয়নি। আইপিএল থেকে ফিরে আসার পর তাঁর ফিটনেস যে খুব একটা ভালো পর্যায়ে রয়েছে, তাও নয়। পরিষ্কার করে না বললেও বিসিবি এখন এই বাঁহাতি পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না।
কারণ আইপিএল চলাকালেই মুস্তাফিজ পায়ে চোট পেয়েছেন। তাঁর হ্যামস্ট্রিংয়ের এই চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি।
রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘মুস্তাফিজ কাউন্টি লিগে খেললে তাঁর জন্য এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে। তাঁর অভিজ্ঞতা দলের জন্যও কাজে আসবে। কিন্তু তাঁর ফিটনেস খুব একটা ভালো পর্যায়ে নেই। তাই আমরা তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাই না।’
তবে মুস্তাফিজের অবস্থান উন্নতি হলে কাউন্টি লিগে খেলতে যেতেও পারে বলে মনে করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমরা তাঁকে কাউন্টি লিগে খেলতে দেওয়ার বিপক্ষে নই। আমরা দেখব, যদি সে খেলার মতো ফিট থাকে, তাহলে তাঁকে খেলার অনুমতি দেওয়া হবে।’
ড্রতেই রক্ষা ব্রাজিলের
ড্রতেই রক্ষা ব্রাজিলের
কৌতিনহোকে আটকে দিল ইকুয়েডর, আটকে গেল ব্রাজিলও। ছবি: এএফপিমাত্র ছয় ইঞ্চি? তা-ই হবে। লুকাসের হেড বাঁ পোস্টে হাওয়া লাগিয়ে বেরিয়ে গেল। ব্রাজিলের মুঠো থেকে শেষ পর্যন্ত বেরিয়ে গেল দুটি পয়েন্টও। ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে কোপা আমেরিকা মিশন শুরু করেছে ব্রাজিল। ক্যালিফোর্নিয়ার রোজ বোলে ঠিক ফুটবলের গোলাপ ফোটাতে পারল না দুই দলের কেউই। দুই দল মিলে গোলমুখে শটই নিয়েছে মোটে তিনটি। নিষ্প্রাণ ড্র, তার চেয়েও নিষ্প্রাণ ছিল ব্রাজিলের খেলা। বিশেষ করে আক্রমণভাগে প্রতিমুহূর্তে ব্রাজিল যেন অনুভব করল নেইমারের শূন্যতা।
কোপা আমেরিকায় প্রথম ম্যাচে ব্রাজিলের শুরুটা এমনিতেই ভালো হচ্ছে না পাঁচ আসর ধরেই। এ নিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের ছয়টির চারটিতেই জয়ের দেখা পেল না তারা। তবে ইকুয়েডরের সঙ্গে ড্র করাটা ব্রাজিলের জন্য বড় ধাক্কা। সেটা পরিসংখ্যাই বলবে। এর আগে ইকুয়েডরের বিপক্ষে কোপায় ১৩ ম্যাচের ১২টিতেই জিতেছিল ব্রাজিল। একমাত্র ড্রটিও সেই ১৯৬৩ সালের। সেই ইকুয়েডরই আজ ব্রাজিলের জালে বল ঢুকিয়েও দিয়েছিল, যদিও সহকারী রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ওই যাত্রা বেঁচে গেছে ব্রাজিল। থেমে গেছে ইকুয়েডরের উদ্যাপনও। গোলটি হয়ে গেলে হার দিয়েই শুরু হতো ব্রাজিলের!
১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে এ মাঠেই ইতালিকে হারিয়ে নিজেদের পাঁচ ট্রফির চতুর্থটি জিতেছিল ব্রাজিল। গোলশূন্য সেই ম্যাচে টাইব্রেকারে ব্রাজিলের শেষ শটটি ঠিকঠাক গোলে পাঠিয়ে জয় নিশ্চিত করেছিলেন অধিনায়ক কার্লোস দুঙ্গা। সেই দুঙ্গা কাল ডাগ–আউটে বিরস বদনে দাঁড়িয়ে থাকলেন। ব্রাজিলের খেলায় কিছু জাদুর ঝলক অবশ্যই ছিল। কিন্তু নীল জার্সি গায়ে ব্রাজিলকে অচেনাই লাগল।
অচেনা? দুঙ্গার ব্রাজিলকে নিয়ে হা-হুতাশটা একেবারে নতুন নয়। আজও যেমন প্রথম ৩৮ মিনিটেই দলের তিন খেলোয়াড় দেখে ফেলল হলুদ কার্ড। এর মধ্যে ৩৫ মিনিটে এলিয়াস যে কার্ডটি হজম করেছেন, এর জন্য কোচের বকুনি নয়, বাহবাই মিলবে। দুর্দান্ত পাল্টা আক্রমণে ইকুয়েডর ব্রাজিলের রক্ষণ ভেদ করে ঢুকে গিয়েছিল। মনতেরোর পায়ে বল, ব্রাজিলের অরক্ষিত রক্ষণ। বক্সের সামান্য বাইরে এলিয়াস বুঝেশুনেই ফাউল করলেন। না হলে হয়তো সমূহ বিপদই হতো দলের।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর চমকে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। সে হিসাব করলে ব্রাজিলের বিপক্ষে তাদের ড্র একেবারেই অপ্রত্যাশিত নয়। কিন্তু ৫০ বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের বিপক্ষে কোপা তারা ড্র করতে পারেনি—এই পরিসংখ্যানই শুধু নয়, ইকুয়েডর কোপায় আগের চার আসরে ম্যাচ হেরেছে দশটি, মাত্র এক জয়। ম্যাচের দ্বিতীয়ার্ধ দারুণভাবে শুরু করা ইকুয়েডর ৬৬ মিনিটে গোল উদ্যাপনই প্রায় শুরু করে দিয়েছিল। মিলার বোলানোসের ক্রস ব্রাজিল গোলরক্ষক অ্যালিসনের হাতে লেগে জালে ঢুকে যায়। উল্লাসে মেতে ওঠে ইকুয়েডর দর্শকেরা। কিন্তু সহকারী রেফারি জানান, বোলানসের ক্রসের আগে বল লাইন ক্রস করেছিল। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল লাইনের বাইরে যায়নি। সহকারী রেফারির সিদ্ধান্ত ভুল ছিল। গোলটা বৈধই ছিল ইকুয়েডরের।
একই সিনেমায় দীপিকা পাড়ুকোন আর নেইমার!
একই সিনেমায় দীপিকা পাড়ুকোন আর নেইমার!
ভিন ডিজেল, স্যামুয়েল এল জ্যাকসনের সঙ্গে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব দ্য জেন্ডার কেজ’ ছবিতে দীপিকা পাড়ুকোন থাকবেন, সেটা জানাই ছিল। তবে সামনের বছর মুক্তি পেতে যাওয়া এই ছবিতে এর চেয়েও বড় একটা চমক থাকছে। বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও যে থাকছেন এই চলচ্চিত্রে!
গোমরটা ফাঁস করেছেন ডিজেলই। ইনস্টাগ্রামে একটা সেলফি দিয়েছেন নেইমারের সঙ্গে, দুজন অবশ্য ছিলেন দুই জায়গায়। সেখানেই জানিয়েছেন, তাঁর নতুন ছবিতে থাকছেন নেইমার। কিন্তু বার্সা ফরোয়ার্ডকে কোন ভূমিকায় দেখা যাবে? সেটা নিয়ে একেবারে মুখে কুলুপ এঁটে রেখেছেন সবাই। এরই মধ্যে শুটিংও শুরু হয়েছে নেইমারের। তাতে নাকি বেশ ভালো অভিনয়ও করেছেন নেইমি!
নেইমার একটা আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছেন, ‘আমি সব সময়ই একটা চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছি, এই অভিজ্ঞতা পেতে চেয়েছি। কখনোই ভাবিনি ভিন ডিজেল, স্যামুয়েল জ্যাকসন বা নিনা ডোবরেভের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করতে পারব। আমি বেশ স্নায়ুচাপে আছি। তবে আমার আর তর সইছে না।’
ট্রিপল এক্সের নতুন ছবিতে অভিনয় করার খবরটা নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে জানিয়েছেন নেইমার। রসিকতা করে লিখেছেন, ‘ট্রিপল এক্সের নতুন ছবিতে অভিনয় করতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। তবে আমি এখানে কী করছি, সেটা বলে দিলে ভিন ডিজেল আমাকে মেরে ফেলবে।’
নেইমার এখন হলিউডের রাজ্যে। আজ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে ছিল ব্রাজিলের খেলাও। তবে নেইমার দলের সঙ্গে নেই। মাঠে নয়, তিনি ছিলেন রোজ বোলের গ্যালারিতে। কোপায় খেলছেন না এই তারকা। তাঁকে রাখা হয়েছে অলিম্পিকের দল।
আই পি এল নিয়ে যা বললেন মুস্তাফিজ
আই পি এল নিয়ে যা বললেন মুস্তাফিজ্
এক মুহূর্তে দেখে নিন............।।
অবশেষে বিয়ের পীড়িতে রুবেল হোসেন
অবশেষে বিয়ের পীড়িতে রুবেল হোসেন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উল্লেখযোগ্য খেলোয়াড় পেসার রুবেল হোসেনের বিয়ে নিয়ে কিছুদিন ধরে অনেক গুঞ্জন চলছে, তবে এটা সত্য নয় মূলত বাগদান সম্পন্ন হয়েছে তার। দেশের বেশ কিছু সংবাদমাধ্যমে রুবেল হোসেনের বিয়ের খবরটি ছড়িয়ে পড়ে কয়েকদিনে। তবে বিষয়টি সত্য কিনা এখনও পর্যন্ত তা কেউই প্রকাশ করতে পারেননি।
আর এ নিয়ে জানতে শনিবার (২১ মে) সন্ধ্যায় রুবেলের মোবাইল ফোনে যোগাযোগ করলে রুবেল হোসেনের বাবা মুফতি আবু বকর সিদ্দিক কথা বলেন। তিনি বলেন, ‘রুবেলের বিয়ে এখনও হয়নি। ওর বাগদান করে রেখেছি। যেহেতু তেমন কিছুই হয়নি তাই মিডিয়াকে কী আর বলবো?’
এরপর রুবেল হোসেনের বাবার কাছে মেয়ের নাম কী, থাকে কোথায়? এমন প্রশ্ন করলে, তিনি উত্তর জানান, ‘আমি ভালো বলতে পারবো না। বাকিটা রুবেলকে ফোন করে জেনে নিন।’ অবশেষে বিয়ের পীড়িতে রুবেল হোসেনের
এরপর আবার ফোন করলে রুবেলের বাবা জানান, ‘মেয়ের নাম দোলা। বাড়ি বাগেরহাট জেলার মুনিগঞ্জ।’ এরপর এ বেশি কিছু তিনি আর জানাতে রাজি হলেন না।
রুবেলের বাবা আবু বকর সিদ্দিক বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও অন্য একটি সূত্র থেকে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারি মাসে রুবেল হোসেনের নিজ জেলা বাগেরহাটের মুনিগঞ্জ এলাকায় কামরুল ইসলামের কন্যা ইসরাত জাহান দোলার সঙ্গে বিয়ে হয় রুবেলের। তবে, তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। কারণ রুবেলের পরিবার বলছে বিয়ে এখনও হয়নি, শুধুমাত্র বাগদান সম্পূর্ণ হয়েছে।
গত বছর মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে সম্পর্কের জের ধরে অনেক ভুগতে হয়েছে রুবেলকে। যদিয়ও রুবেল সেসব কাটিয়ে এখন মনোযোগ দিয়েছেন শুধুই ক্রিকেটের দিকে। অনেক দিন ইনজুরির সঙ্গে যুদ্ধ করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে আবারও খেলায় ফিরেছেন এই গতি তারকা। তিনি প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন। এখন পর্যন্ত ৭ ম্যাচে ২৭.৮৮ গড় ও ৪.৭৩ ইকোনমি রেটে ৯ উইকেট শিকার করেছেন এই পেসার বোলার। এখন শুধু অপেক্ষা কখন বিয়ের পীড়িতে বসবেন এই জনপ্রিয় ক্রিকেট তারকা।
Subscribe to:
Posts (Atom)