Showing posts with label আমার দেস. Show all posts
Showing posts with label আমার দেস. Show all posts

কবিতা

কবিতা
কবিতা

 

কবিতা

কুসংস্কার

সরফরাজ জুয়েল

ব্যাঙ ডাকলে বৃষ্টি
আসে মোরগ ডাকলে
ভোর, কুকুর ডাকলে
লেজ গুছিয়ে ছিটকে পালায় চোর।। পেঁচা
ডাকলে অশুভ হয় শকুন
ডাকলে মরণ , হঠাৎ
কোন বিপদ নাকি
কাকের ডাকের কারণ।।
পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে
নিয়ে, বৃষ্টির মাঝে
রোদ হাসিলে শেয়াল
মামার বিয়ে।। সত্য-
মিথ্যা যাচাই করি
টিকটিকির টিক ডাকে, বউ পাগল হয়
সেই ছেলেটার, ঘাম
থাকে যার নাকে।। হঠাৎ
করে চোখ কাঁপিলে দুঃখ
আসে বটে, বসা নাকি
যাবে না ঐ ঘরেরই চৌকাটে।। যাত্র নাকি
অশুভ হয় দেখলে কলস
পথে, কাড়িকাড়ি টাকা
আসে চুলকালে ডান
হাতে। । ভাঙ্গা আয়নায়
মুখ দেখিতে মুরুব্বিদের মানা, কুসংস্কারে
আমরা আজও চোখ
থাকিতে কানা।।

পতিসর-এ রবীন্দ্র জয়ন্তী পালিত

পতিসর-এ রবীন্দ্র জয়ন্তী পালিত



পতিসর-এ রবীন্দ্র জয়ন্তী পালিত

নাগর নদী তীরে মনোরম পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মদিন সরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুরুতেই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন আত্রাই-রাণীনগর এলাকার সংসদ সদস্য মো. ইসরাফিল আলম। এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। পতিসরে রবীন্দ্রনাথের বহুমুখী কর্ম, জীবন ও সাহিত্যের উপর আলোকপাত করে অন্যান্যের মধ্যে আলোচনা সভায় অংশ নেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম,পিপিএম, রবীন্দ্র গবেষক অধ্যাপক ড. আশরাফুল ইসলাম, রবীন্দ্রনাথ গবেষক জ্যোতিন্দ্রনাথ ভাদুড়ী, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মোহাম্মদ শহীদুল্লাহ প্রমূখ। অনুষ্ঠানের উদ্বোধক স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম বলেন, রবীন্দ্রনাথের পাদস্পর্শে ধন্য আত্রাইয়ের পতিসর এবং রবীন্দ্রনাথের জন্যই অজো পাড়া গাঁ পতিসর আজ বিশ্বের কাছে সুপরিচিত।
উল্লেখ্য, পতিসর রবীন্দ্রনাথের নিজস্ব জমিদারি। তিনি পতিসরে প্রজাদের উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী গ্রহন করেছিলেন।

দিনের শুরুতে সড়কে ঝরে গেলো ৭ প্রাণ

দিনের শুরুতে সড়কে ঝরে গেলো ৭ প্রাণ

দিনের শুরুতে সড়কে ঝরে গেলো ৭ প্রাণ 

০৪ এপ্রিল ২০১৬
দিনের শুরুতে সড়কে ঝরে গেলো ৭টি তাজা প্রাণ। শনিবার সকালে পৃথক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ, হবিগঞ্জ এবং বরিশালে এই নিহতের ঘটনা ঘটে।
এরমধ্যে নারায়ণগঞ্জে দুই সন্তানসহ এক জননী, হবিগঞ্জে দুই প্রবাসী এবং বরিশালে দুই পথচারী নিহত হয়েছেন।
বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য সড়ক দুর্ঘটনার বিবরণ:
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাও উপজেলায় কাভার্ডভ্যানচাপায় দুই সন্তানসহ হেনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার দড়িকান্দি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- হেনা আক্তার (৩৫), তার মেয়ে তানিয়া আক্তার (১৩) ও ছেলে সানি হোসেন (১০)।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দুই সন্তানসহ হেনা আক্তার রাস্তা পার হওয়ার জন্য দড়িকান্দি এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় কুমিল্লা থেকে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তানিয়া ও সানি নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে হেনা আক্তার মারা যান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমুনি শর্মা জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
হবিগঞ্জ
হবিগঞ্জের বাহুবল উপজেলার হাফিজপুর এলাকায় যাত্রীবাহী বাস এবং পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ প্রবাসী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৩৫ জন।
শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২ যাত্রীর একজন সিলেট জেলার জকিগজ্ঞ উপজেলার সুলতানপুর গ্রামের মানিক মিয়া (৪০)। তিনি দুবাই থেকে বাড়ি ফিরছিলেন। নিহত অপর যাত্রীর পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিদেশ ফেরত অন্তত ৩০ যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে বাহুবলের হাফিজপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিহদের থানায় নিয়ে গেছে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল পাঠায় ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল
বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাজারের নিকটবর্তী একটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাহিলাড়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন (২০) ও স্থানীয় মালিউজিরপুর উপজেলার শোলক এলাকার বাসিন্দা মো. কালাম মোল্লা (৩৫)।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম জানান, বরিশাল থেকে ঢাকাগামী ট্রাকটি মাহিলাড়া বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সড়কের পাশে থাকা ওই দুই পথচারী ট্রাকের ও গাছের মাঝে পড়ে চাপায় ঘটনাস্থলেই মারা যায়।
ওসি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি।