মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি

মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লিগে মুস্তাফিজুর রহমানকে খেলার অনুমতি দেওয়া হবে কি না তা এখনো সিদ্ধান্ত হয়নি। আইপিএল থেকে ফিরে আসার পর তাঁর ফিটনেস যে খুব একটা ভালো পর্যায়ে রয়েছে, তাও নয়। পরিষ্কার করে না বললেও বিসিবি এখন এই বাঁহাতি পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না।
কারণ আইপিএল চলাকালেই মুস্তাফিজ পায়ে চোট পেয়েছেন। তাঁর হ্যামস্ট্রিংয়ের এই চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি।
রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘মুস্তাফিজ কাউন্টি লিগে খেললে তাঁর জন্য এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে। তাঁর অভিজ্ঞতা দলের জন্যও কাজে আসবে। কিন্তু তাঁর ফিটনেস খুব একটা ভালো পর্যায়ে নেই। তাই আমরা তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাই না।’
তবে মুস্তাফিজের অবস্থান উন্নতি হলে কাউন্টি লিগে খেলতে যেতেও পারে বলে মনে করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমরা তাঁকে কাউন্টি লিগে খেলতে দেওয়ার বিপক্ষে নই। আমরা দেখব, যদি সে খেলার মতো ফিট থাকে, তাহলে তাঁকে খেলার অনুমতি দেওয়া হবে।’

শেয়ার করুন

লেখকঃ

I am in.

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট