কোথায় দেশের ধনী মানুষ গুলি??

খুব_জানতে_ইচ্ছা_#করতেছে, কোথায় অাছেন এবং কেমন অাছেন দেশের ধনীরা? প্রিন্স মূসা বিন শমসের? যাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাণিজ্যের অগ্রদূত বলা হয়। প্রায় ৯৫০ মিলিয়ন ডলারের মালিক। সালমান এফ রহমানঃ বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক। আহমেদ আকবর সোবহানঃ তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক। এম এ হাশেমঃ তিনি পারটেক্স গ্রুপ ও ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় ৫০০ মিলিয়ন ডলারের মালিক। আজম জে চৌধুরীঃ তিনি ইস্ট-কোস্ট গ্রুপের মালিক, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মবিল যমুনা লুব্রিক্যান্টের সোল এজেন্ট। তিনি প্রায় ৪১০ মিলিয়ন ডলারের মালিক। গিয়াস উদ্দিন আল মামুনঃ রিয়েল স্টেট, হোটেল ও মিডিয়া ব্যবসায়ী। রাগিব আলীঃ তিনি চা উৎপাদন ব্যাবসায় সফল একজন ব্যাবসায়ী। তিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক। শামসুদ্দিন খানঃ তিনি একে খান এন্ড কোম্পানি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনিও প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক। ঈকবাল আহমেদঃ তিনি সিলেটের একজন ব্যাবসায়ী। সামুদ্রিক খাবার ব্যবসায় তিনি সফল। তিনি সীমার্ক গ্রুপ লিবকো ব্রাদার লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনি প্রায় ২৫০-২৯০ মিলিয়ন ডলারের মালিক। সাইফুল ইসলাম কামালঃ তিনি নাভানা লিঃ ও নাভানা সিএনজি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনিও প্রায় ২৯০ মিলিয়ন ডলারের মালিক। খুব জানতে ইচ্ছা করতেছে, দেশের এই ক্রান্তিকালে অাপনারা কি করতেছে? অাপনারা সরকারকে হেল্প করছেন তো? দেশের এই বিপদের দিনে আলীবাবা কে কেন আগাইতে হয়? শুনতেছি, দেশে ডাক্তারদের পিপিই এর সংকট,মাস্কের সংকট, কীটের সংকট। আরো আছে, যমুনা, মেঘনা,ডেকো, আবুল খায়ের, আকিজ, ডিবিএইচ, পিএসপি, প্রাণ, আরএফএল, ইফাদ, উত্তরা, এসিআই, আরো অনেক গ্রুপের নাম আছে। দেশের দূর্নীতিবাজ এমপি মন্ত্রী গুলা কি করছেন?? যারা দূর্নীতে নোবেল পেয়ে পোস্ট হারাইছেন,এতো টাকা পাপীয়াদের পিছনে খরচ না করে এখন একটু জনগনের পিছনে খরচ করুন। কিন্তু অাপনারা কি করতেছেন? ড্যাটকো গ্রুপ, স্কয়ার, বসুন্ধরা, যমুনা, বেক্সিমকো গ্রুপরা কই? ওয়ালটন যে দেশের আবেগ নিয়ে প্রোডাক্ট বিক্রি করেছে, তারা কই? অাছেন তো ভাই? নাকি বউ বাচ্চা নিয়ে বড় পর্দায় হরর মুভি দেখতেছেন? নাকি নিম্নমধ্যবিত্ত শ্রেনীর মানুষগুলোর অভাব বুঝার চেষ্টা করতেছেন? রাস্তায় এখন দুই টাকার পুলিশ, অার হাসপাতালে কসাই নামক ডাক্টার গুলো। যুদ্ধ কারা করতেছে? কারা সবার অাগে লড়ে যাচ্ছে? যান তো একটু! হাসপাতাল ভিজিট করে অাসেন। সাহসে কুলায় অাপনাদের? সারাজীবন যাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেন, তারাই এখন বুক ফুলিয়ে সবার সমানে এসে দাঁড়িয়েছে। কেউ নিজের জীবন মায়া ত্যাগ করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বলতেছে, "অাপনারা বাসায় অবস্থান করেন, নিরাপদে থাকেন! অার কসাই নামক মানুষ গুলো অাপনাকে প্লেকার্ড দেখিয়ে বলতেছে, "অামি অাপনার জন্য হাসপাতালে, অাপনি অামার জন্য বাসায় থাকুন" অার অাপনারা কোটি কোটি টাকার মালিক হয়ে বাসায় হাত গুটিয়ে বসে অাছেন! ছি! সাহস করে বলেন, অাগামী একমাস স্থানীয় সরকারকে সাথে নিয়ে, অামার প্রতিষ্টান থেকে, প্রশাসনের সহায়তায়,অামরা সু পরিকল্পিত ভাবে, অাপনাদেরকে খাদ্য সামগ্রী পাঠাবো। তবেই না বুঝতাম অাপনারা ধনী। যদি তা না পারেন, তারপরেও একটু সাড়া শব্দ দিবেন। তাহলেই অামরা বুঝবো যে অাপনারা বেঁচে অাছেন। এগিয়ে আসুন মানবতার সেবায়, আপনাদের মানুষ আজীবন মনে রাখবে।

শেয়ার করুন

লেখকঃ

I am in.

পূর্ববর্তী পোষ্ট