
আচ্চা একটা কথা নিয়া খুব চুলকানি চলছে।কথাটা হচ্চে বিদেশিদের নিয়ে।
আচ্চা যারা বাহিরে থাকেন ভাইয়েরা শুনেন আমরাও বাংলাদেশে জন্মাইছি আপনারাও বাংলাদেশেই জন্মাইছেন।আপনারা বিদেশে কষ্ট করে বাংলাদেশে রেমিটেন্স পাঠান ওটা দিয়ে বাংলাদেশ চলে মেনে নিলাম।এখন কথা হচ্চে ভাই।আপনারা এত পুন্দাপুন্দি কেনো করেন বুঝি না।আপনারা যে রেমিটেন্স পাঠান সেটা কি সরকার নিজের হোগায় ভরে। নাকি আপনার পরিবার টাকা পায় না।আপনার পরিবার এর জন্য আপনি গেছে দেশের জন্য গেছেন।মাদারচুদ মর্কা কথাবার্তা ভাই।আপনাদের তো আমরা সব সময় রেসপেক্ট করি।আপনার তাহলে এত পোন্দাপোন্দি করেন কেন ভাই।সবসময় আমরা বলি ওই ভাইয়েরা আমার দ্বায়িত্ব যোদ্বা যারা প্রতিদিন আমাদের জন্য যোদ্ধ করে।আর মাস শেষে রেমিটেন্স পাঠায়।কারো চোখেতো আপনাদের জন্য কোন রাগ দেখি নাই বরং ভালোবাসাটাই দেখছি।বাট আপনারা।খালি খোচা মারেন কেন ভাই।জন্ম তো এই দেশে হয়া গেছেন তাই না।এমন তো না দেশেকে বাচাতে বিদেশ চলে গেছেন। বাল
আর আপনারা জানেন করনা ভাইরাসটা বিষয়ে।এটা কতটুকু মারাত্বক।তো আপনাদের উচিত যে যার দেশে আছে সেখানে থেকে দেশকে প্রটেক্ট করা সবাইকে এলার্ট করা।সবাইকে সচেতন করা।তা না করে কি করতাছেন।উল্টা হোগায় বাশ মাইরা দিচ্ছেন।একটা বার চিন্তা করছে চায়না, ইতালি, কানাডার মতো দেশগুলারে পুরা শুয়াই দিসে আর বাংলাদেশে যদি একবার ভরতে শুরু করে পুরা অর্ধেক খালি করে ফেলবে।আর আপনারা সেইটাই চাচ্ছেন।আপনাদের উচিত নিজে সেইফ থেকে বাকি সবাইকে সেইফ থাকা।আর আপনারা নিজে যদি একটু হোগামারা খায়া আইছে ওই একটু হোগামারা দিয়া পুরা দেশকে হোগা মাইরা দিতাছেন।কিচ্ছু বল্লে বলেন তোদের দেশ আমরা চালাই।এই সাউয়ার কথাটা কেন বলেন।কেন দেশ কি আপনার বাপের নাকি যে আপনি চালান।আপনার ফেমেলিও থাকে এই দেশে এত কথা বলেন রেমিটেন্স বন্ধ করে দিবেন।আপনার ফ্যেসিলিরে নিয়া যান।রেমিটেন্স দিয়া কি করে সরকারে আপনার ফ্যেমিলি যাতে ভালো থাকে সেই ব্যেবস্তা করে।
শুনেন ভাইয়া আপনাদের সম্মান এই দেশে অলটাইম সবার উপরে। শেখ হাসিনারও উপরে কারন শেখ হাসিনা আমরা, পুরা বাংলাদেশ আপনাদের রেমিটেন্স মানে দেশের আয়ের ৮৫% আপনারা যোগান। যেটা দিয়ে আমরা চলি।আমরা সবসময় আপনাদের রেসপেক্ট করি।তো ভাই আপনারা কি পরেন না আপনার পরিবারের যাতে করনা নামক অভিশাপ টার ছোয়া না লাগে।আপনারা কি পারেন না আপনার চাচা বড় ভাই ছোটভাই,বন্বু বান্ধব পাড়া প্রতিবেশি সবাই ভালো থাকুক।কেন এমন করাতাছেন ভাইয়া।যানেন তো বাংগালির স্ভবাব।আপনারা তো ভালো বুঝেন বাংগালির চাইতে তো আপনারা কেনো এমন করেন।
ভাই এখন সময় হচ্চে সবাই মিলে এই ভাইরাস টাকে দূর করা।যে কোন সমস্যা না হয়।দয়া করে ভায়েরা আপনারা সেফ থাকেন নিজের পরিবারটাকে সেফ রাখার চেষ্টা করেন।কারন আপনি ওই দেশে পরিবারকে ছেরে গেছেন এই পরিবারটাকে ভালো রাখার জন্য।সো একটু ঠান্ডা মাথায় ভাবেন।
আরপুন্দাপুন্দি খোচামারা কথাবার্তা বলিয়েন না।কারন উত্তর আপনার কাছেই আছে।বাংলাদেশে বিদেশিরাই এইটা নিয়া আসছে।বাংগালিরা আনে নাই।
দোষটা বিদেশ ফিরত ভাইদের ওনারা সচেতন ছিলো না যার কারনে এটা হয়েছে।একট ভুলের কারনে এখন পুরা দেশ ভুগছে।
শেয়ার করুন