রমজ়ান মাসের ফজ়ীলত
আবূ-হুরায়রা (রাঃ) বর্ণনা করেছেন যে আল্লাহ্র রসূল (সঃ) বলেছেনঃ "যখন রমজ়ানের মাস আসে তখন জান্নাতের দরোজাগুলো খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরোজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়।"বুখারী হাদীস নং ১৮৯৯ / মুসলিম হাদীস নং ১০৭৯