পতিসর-এ রবীন্দ্র জয়ন্তী পালিত




পতিসর-এ রবীন্দ্র জয়ন্তী পালিত

নাগর নদী তীরে মনোরম পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মদিন সরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুরুতেই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন আত্রাই-রাণীনগর এলাকার সংসদ সদস্য মো. ইসরাফিল আলম। এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। পতিসরে রবীন্দ্রনাথের বহুমুখী কর্ম, জীবন ও সাহিত্যের উপর আলোকপাত করে অন্যান্যের মধ্যে আলোচনা সভায় অংশ নেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম,পিপিএম, রবীন্দ্র গবেষক অধ্যাপক ড. আশরাফুল ইসলাম, রবীন্দ্রনাথ গবেষক জ্যোতিন্দ্রনাথ ভাদুড়ী, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মোহাম্মদ শহীদুল্লাহ প্রমূখ। অনুষ্ঠানের উদ্বোধক স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম বলেন, রবীন্দ্রনাথের পাদস্পর্শে ধন্য আত্রাইয়ের পতিসর এবং রবীন্দ্রনাথের জন্যই অজো পাড়া গাঁ পতিসর আজ বিশ্বের কাছে সুপরিচিত।
উল্লেখ্য, পতিসর রবীন্দ্রনাথের নিজস্ব জমিদারি। তিনি পতিসরে প্রজাদের উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী গ্রহন করেছিলেন।


শেয়ার করুন

লেখকঃ

I am in.

পরবর্তী পোষ্ট