রমজান মাস সম্পর্কিত কিছু হাদিসঃ
হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আল্লাহ তাআলার কসম! মুসলমানদের জন্য রমযানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমযান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি। কেননা মুমিনগণ এ মাসে (গোটা বছরের জন্য) ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে। আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষত্রুটি অন্বেষণ করে। এ মাস...
Showing posts with label কুরআন ও হদীস. Show all posts
Showing posts with label কুরআন ও হদীস. Show all posts
রমজানের রোযা ফরজ হওয়া। (হাদীস নং ৯৩৪-৯৬৭)
রমজানের রোযা ফরজ হওয়া। (হাদীস নং ৯৩৪-৯৬৭)
মহান আল্লাহ তাআলার বাণী- “হে ঈমানদারগণ! তোমাদের পূর্ববর্তী উম্মতের মত তোমাদের উপরও রোযা ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পার।” (সুরা বাকারা-১৮৩)৯৩৪। হাদীস : তালহা বিন ওবায়দুল্লাহ (রাঃ) বলেন, একদা জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে আগমন করে। তার মাথার চুল ছিল ইতস্ততঃ বিক্ষিপ্ত। সে বলল, ইয়া রাসূলুল্লাহ (সঃ)! আমাকে বলুন, আল্লাহ আমার উপর কত...
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছেঃ
রোববার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। দেশটির চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।রোববার রাতে তারাবি নামাজ আদায় করা হবে এবং শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসলিমরা। সোমবার হবে প্রথম রোজা।তারাবি নামাজের জন্য সৌদি আরবের মসজিদগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিদের মধ্যে ব্যাপক...
জিনা প্রমাণীত হওয়ার জন্য চারজন স্বাক্ষী কেন প্রয়োজন
জিনা প্রমাণীত হওয়ার জন্য চারজন স্বাক্ষী কেন প্রয়োজন
মহান আল্লাহ সমসÍ মাখলুকাতের মধ্য হতে মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। মানুষ লাভ করেছে সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের সুমহান মর্যাদা। উদ্দেশ্য একটাই, মানুষ তাঁর সৃষ্টিকর্তা মহান আল্লাহর ইবাদত করবে। সবসময় সবক্ষেত্রে তাঁর এবং তাঁর রাসূল সাঃ এর দিকনির্দেশনা মেনে চলবে। সর্বাত্নক চেষ্টা করবে নিজেকে জান্নাতিদের সফলকাম কাঁতারে শামিল করার...
রোজার মাকরুহগুলো
রোজার মাকরুহগুলো
* অনাবশ্যক কোনো জিনিস চিবানো বা চাখা* কোনো দ্রব্য মুখে দিয়ে রাখা*গড়গড় করা বা নাকের ভেতর পানি টেনে নেয়া কিন্তু পানি যদি নাক দিয়ে গলায় পৌঁছে যায়, তাহলে রোজা ভেঙে যাবে* ইচ্ছাকৃত মুখে থুথু জমা করে গলাধঃকরণ করা* গীবত, গালা-গালি ও ঝগড়া-ফাসাদ করা। কেউ গায়ে পড়ে ঝগড়া-ফাসাদ করতে এলে বলবে, আমি রোজাদার তোমাকে প্রত্যুত্থর দিতে অক্ষম* সাড়া দিন নাপাক অবস্থায় থাকা। এটি অত্যন্ত গুনাহের...
রোজা ভঙ্গের কারণ সমুহঃ
রোজা ভঙ্গের কারণ সমুহঃ
১. ইচ্ছাকৃত পানাহার করলে।২. স্ত্রী সহবাস করলে ।৩. কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে (অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙ্গবে না)।৪. ইচ্ছকৃত মুখভরে বমি করলে।৫. নস্য গ্রহণ করা, নাকে বা কানে ওষধ বা তৈল প্রবেশ করালে।৬. জবরদস্তি করে কেহ রোজা ভাঙ্গালে ।৭. ইনজেকশান বা স্যালাইরনর মাধ্যমে দেমাগে ওষধ পৌছালে।৮. কংকর পাথর বা ফলের বিচি গিলে ফেললে।৯. সূর্যাস্ত হয়েছে মনে করে...
Subscribe to:
Posts (Atom)